
		নিজস্ব সংবাদদাতা: ঈদ যাত্রায় মহাসড়কে সিটি সার্ভিস ও মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে সরকারের কাছে আহ্বান জানিয়েছে পরিবহন মালিক সমিতি। ফিটনেসবিহীন বাস ও সড়কে চাঁদাবাজি বন্ধে যৌথ বাহিনীর অভিযান জোরদারের পাশাপাশি পরিবহন মালিক সমিতিও তৎপর থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব।
আর মাত্র কয়দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদযাত্রা নির্বিঘœ, নিরাপদ ও যানজট মুক্ত করতে পরিবহন মালিক সমিতির প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অংশ নেন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারা।
ঈদে যাত্রী তুলনায় পরিবহন কম থাকায় ধাপে ধাপে পোষাক কারখানা ছুটি দেয়ার আহ্বান জানান মালিক শ্রমিকরা। মহাসড়কে কোন সিটি সার্ভিস ও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, এবারের ঈদ যাত্রা যানজট মুক্ত করতে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না জানিয়ে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
এবারের ঈদে মহাসড়কে ১৫৪টি পয়েন্ট যানজট প্রবন চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে এসব পয়েন্টে হাইওয়ে পুলিশের টহল জোরদার এর আহ্বান জানান পরিবহন মালিক সমিতির নেতারা।
মন্তব্য করুন