মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চার লাখের বেশি যক্ষ্মা রোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১:৫৪ এএম

সালমা জাহান মুক্তা : দেশে এখনো চার লাখের বেশি যক্ষ্মা রোগী রয়েছে। এসব রোগীদের মধ্যে প্রতিবছর মৃত্যুবরণ করে গড়ে প্রায় পাঁচ হাজার। গবেষনায় দেখা যায়, দেশে ৮২ শতাংশ যক্ষ্মা রোগী চিকিৎসাসেবা পেলেও শনাক্ত না হওয়া ১৮ শতাংশ চিকিৎসার বাইরে থেকে যান। তাই যক্ষ্মা নির্মূলে রোগী শনাক্তের হার বাড়ানোর পাশাপাশি সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকতে হবে বলেও জানান চিকিৎসকরা।

বছর পচিঁশ আগে একবার যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন কুমিল্লার শিউলি বেগম। চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক ছিলো জীবনযাত্রা। সম্প্রতি আবারো যক্ষ্মা ধরা পড়ে তার শরীরে। তিনমাস ধরে চিকিৎসা নিচ্ছেন ২৫০ শয্যার টিবি হাসপাতালে। দিনে দিনে ক্ষীন হয়ে আসছে তার শরীর।

যক্ষ্মা শব্দটির উৎপত্তি রাজক্ষয় থেকে। রাজক্ষয় বলার কারণ যক্ষ্মায় আক্রান্ত রোগী খুব শীর্ন বা রোগা হয়ে পড়েন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস জীবাণুর প্রভাবে হয় সংক্রামক এই রোগটি। এবং হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্যের শরীরে।

বিশেষজ্ঞরা বলছেন, যক্ষ্মার জীবানু যে কেবল ফুসফুসকে আক্রান্ত করে তা নয়। এটি মস্তিস্ক থেকে শুরু করে ত্বক, অন্ত্র, লিভার, হাড়, কিডনিসহ দেহের যে কোন অঙ্গ প্রত্যঙ্গকে সংক্রমিত করতে পারে। তবে ফুসফুসে যক্ষার সংক্রমণের হার সবচেয়ে বেশি।

গ্রাফিক্স....

শরীরের অন্যান্য অংশে যক্ষ্মার জীবাণু আক্রান্তের লক্ষণ

১. সংক্রমিত স্থান ফুলে উঠা। যেমন গলা বা মেরুদন্ডে যক্ষ্মা হলে এসব স্থান ফুলে ওঠা।

২. ফোলা অংশটি খুব শক্ত বা খুব নরম না হওয়া। ফোলার আকার বেশি হলে ব্যথাও হতে পারে।

৩. লিভারে সংক্রমিত হলে পেটে পানি এসে পেট অস্বাভাবিক ফুলে যায়।

৪. মস্তিষ্কে সংক্রমিত হলে মস্তিস্কের ইডিমা বেড়ে যায়।

৫. এছাড়া ক্ষুধামন্দা, হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া, জ্বর জ্বর অনুভব হওয়া, অনেক ঘাম হওয়া।

অন্যদিকে, নিয়ম করে ওষুধ না খেলে বা মাঝপথে খাওয়া বন্ধ করলে ওষুধের বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা অর্জণ করে ব্যাকটেরিয়া। যাকে বলে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর টিবি। শনাক্তের পর আক্রান্তদের প্রয়োজন হয় আরো দীর্ঘ মেয়াদি চিকিৎসার।

হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক ব্যাধী যক্ষ্মা অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তাই যক্ষ্মা প্রতিরোধে রোগী ও স্বজনদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে বলেও জানান এই চিকিৎসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান