
		নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল।
সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে যোগ দেয় দলের সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদল। পরে তাসমিয়া প্রধান বলেন, ভারতের প্রভাবমুক্ত থেকে নির্বাচন করতে সিইসিকে আহ্বান জানিয়েছে জাগপা।
নির্বাচন কমিশন থেকে দ্রুতই নিবন্ধন ইস্যু করে প্রজ্ঞাপন জারি হবে বলেও আসা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক দল হিসেবে ২০১৪ সালের ২৪ জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে গত ১৯ মার্চ তাদের নিবন্ধন ফিরিয়ে দেয়ার রায় দেয় হাইকোর্ট।
মন্তব্য করুন