
		অনলাইন ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এবার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এর সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি কেবল কূটনৈতিক সমাধানের প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।
স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বাংলাদেশে সম্প্রতি ইসলামপন্থি চরমপন্থি হামলার সতর্কতা এবং সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের বেআইনি গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করেন। তাদের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আফগানিস্তানের মতো পরিণতি হতে রোধ করতে কী পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখার জন্য মার্কিন সরকারের কি পদক্ষেপ রয়েছে, সেটাও জানতে চাওয়া হয়।
ট্যামি ব্রুস এর উত্তরে বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং তাদের মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেয়। তিনি উল্লেখ করেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন প্রেসিডেন্ট সকল দেশ থেকে মানবাধিকার মেনে চলা এবং তাদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রিফিংয়ে তিনি একে অপরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও মানবাধিকার রক্ষার বিষয়টি তুলে ধরেন। তবে বাংলাদেশে ঘটমান পরিস্থিতি বা বিশেষ কোনও পদক্ষেপের কথা সরাসরি তিনি উল্লেখ করেননি। তবে মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে তাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এ ধরনের পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করবে বলেও জানান তিনি।
শেষে, ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের মতো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।
মন্তব্য করুন