
		বগুড়া সংবাদদাতা: খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মানে বগুড়ার সোনাতলায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ ) মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মইদুল ইসলাম রিপনের আয়োজনে উপজেলার কুশারঘোপ গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সোনাতলা উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রধান অথিতি ছিলেন, মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মইদুল ইসলাম রিপন। তার উদ্যোগে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় প্রায় ৩০ বছর ধরে এ ইফতার আয়োজন অব্যাহত রয়েছে।
আরো উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশাসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন