মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৪:১৯ এএম

বরিশাল সংবাদদাতা: সেনা সদস্যকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশালের হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন দেওয়ানসহ তিনজনকে কারাগারের পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেলে বরিশালের একটি আদালত তাদের কারাগারের পাঠায়। অন্য দুইজন হলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূর হোসেন সুজন ও হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার। তাঁদের তিনজনের বাড়ি হিজলার হরিনাথপুর গ্রামে।

এর আগে গত সোমবার (২৪ মার্চ) হিজলা উপজেলার মেঘনা নদীর ১০০ একর এলাকায় বালুমহাল ইজারার দরপত্র জমা দেওয়ার সময়ে জাফর নামে এক সেনা সদস্যকে অপহরণ হয় বলে মতিন কাজী নামে এক ইজারাদার বরিশাল সেনা ক্যাম্পে অভিযোগে করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৪ মার্চ) গভীর রাতে নগরীর লঞ্চঘাট সংলগ্ন রিচমার্ট আবাসিক হোটেলের ৩১০নং কক্ষ থেকে জাফরকে উদ্ধার করে সেনাসদস্যরা।

এ ঘটনায় মনির দেওয়ার, নূর হোসেন সুজন ও ইমরান খন্দকারকে আটক করে। পরে গতকাল দুপুরে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার (২৫শে মার্চ) দুপুরে সেনা সদস্য জাফারের চাচা মতিন কাজী বাদী হয়ে কোতয়ালী থানায় ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বাদীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান