মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদ যাত্রায় মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৩:১৪ এএম

নিজস্ব সংবাদদাতা: ঈদ যত ঘনিয়ে আসছে, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে গত কয়েকদিনে গাড়ির সংখ্যা বেড়েছে। ফলে ঈদ যাত্রার শুরুতেই যানযটের আশংকা তৈরি হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, সরু ও খানাখন্দ সড়ক যানযটের আশংকা আরও বাড়িয়ে দিয়েছে। তবে পুলিশ বলছে, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে তাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে।

ঈদ আনন্দ পরিবার পরিজন ও আত্মীয়স্বজনের সাথে ভাগাভাগি করতে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। ঈদের আগ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে যেতে চান বাড়িতে। তবে সেই যাত্রাতেই খুব একটা স্বস্তি নেই।

ঈদের ছুটির সাথে সড়কে শুরু হয়েছে ভোগান্তি। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরাঞ্চলের লেনে চলছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। নির্মাণ কাজের জন্য সড়কের বিভিন্ন স্থানে মূল সড়কের অংশ সরু হয়ে গেছে। তৈরি হয়েছে খানাখন্দ।

এই মহাসড়ক দিয়ে চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ। তবে সড়কের এমন বেহাল দশার কারণে ঈদ যাত্রায় তীব্র যানজটের দুশ্চিন্তা ভর করছে পরিবহন চালকদের।

দুর্ঘটনা ও যানযট এড়াতে যাত্রী ও চালকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া।

ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যানজটের অংশে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়ানের কথা জানালেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

ঈদ ঘনিয়ে আসতেই যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। গেল কয়েকদিন ধরে দিনে ও রাতে নারায়ণগঞ্জ অংশে যানজট লেগেই থাকছে। কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায় এ যানজট। এই পথের যাত্রীরা বলছে, কাঁচপুর থেকে পুরিন্দাবাজার পর্যন্ত চার লেনের কাজ চলায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

এদিকে, যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টে পথে গাড়ি চালানো এবং পাকিংয়ের কারণে মহাসড়কটির কুমিল্লার অংশের ১০৫ কিলোমিটারে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে পুলিশ বলছে, ভোগান্তি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, রোভার স্কাউট এবং সেনাবাহিনীর সদস্যরা।

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান