
		অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। তাই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পদ্মা সেতুর মাওয়া দিয়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
ঈদযাত্রার শেষ সময়ে পথে পথে বাড়ছে যাত্রীদের চাপ। আজ শুক্রবার সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানবাহনের সারি।
সরেজমিনে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির জটলা দেখা যায়। মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। এক্সপ্রেসওয়ের দুটি লেনে মোটরসাইকেলের এই দীর্ঘ লাইন। হিমশিম খাচ্ছে টোল প্লাজার কর্মীরা। বাসের টিকিট না পেয়ে অনেকে বাধ্য হয়ে, আবার অনেকে ইচ্ছে করেই উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন।
মন্তব্য করুন