
		নিজস্ব সংবাদদাতা: কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী স্নান উৎসব। পূণ্যস্নান ও গঙ্গাপূজার উৎসব পরিতন হয় লাখো পূর্ণ্যার্থীর মিলন মেলায়। এদিকে, মাগুরার সদর উপজেলার কেচুয়া ডুবি গ্রামে হিন্দু সম্প্রদায়ের তিন শত বছরের প্রাচীন মহাবারুনী স্নান উৎসব ও দুই দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী পরলোকগত স্বজনদের আত্মার সদগতি কামনায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো মহাবারুণী পূণ্যস্নান। প্রতিবছরের মতো এবারও মহাবারুণী পূণ্যস্নান উপলক্ষ্যে কক্সবাজারে সমুদ্র সৈকত পরিনত হয় লাখ লাখ পূর্ণার্থীর মিলন মেলায়।
সাগর পাড়ের কবিতা চত্বর পয়েন্টে এই পূণ্যøানে যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। পূণ্যস্নানের মধ্যদিয়ে পাপ মোচনই মূল লক্ষ্য বলে জানালেন এখানে আসা পূর্ণ্যার্থীরা।
এদিকে, মাগুরার সদর উপজেলার কেচুয়া ডুবি গ্রামে হিন্দু সম্প্রদায়ের তিন শত বছরের প্রাচীন মহাবারুনী স্নান উৎসব ও দুই দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন