মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাবতলীতে যাত্রীর চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৭:১৫ এএম

অনলাইন ডেস্ক: ঈদে গাবতলীতে ঘরমুখো মানুষের আশানুরূপ চাপ না থাকলেও সকাল থেকে যাত্রীর উপস্থিতি বেড়েছে। তবে যাত্রীর চাপ বাড়লেও কোনো রুটেই অতিরিক্ত গাড়ি দেওয়া লাগছে না বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে আজও অধিকাংশ কাউন্টারে টিকিট মিলছে বলে ভাষ্য তাদের।

আজ শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনালে কোনো কোনো কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়ও দেখা গেছে। তবে বিগত বছরগুলোর মতো যাত্রীদের উপচেপড়ার চিত্র নেই। আবার প্রায় প্রতিটা কাউন্টারের টিকিট বিক্রয় প্রতিনিধিদের যাত্রী ডাকার চিত্রও দেখা গেছে। কাঙ্ক্ষিত যাত্রী না পেলেও ভিড় বেড়েছে গাবতলীতে।

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারির চিত্রও দেখা গেছে। টার্মিনালের প্রবেশমুখে পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম দেখা গেছে। সেই সঙ্গে গাবতলী সড়কের যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ভূমিকা রাখতেও দেখা গেছে।

এছাড়াও টার্মিনালের মাইকে অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের আহ্বান ও পরিবহন কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনাও দেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান