
		গাজীপুর সংবাদদাতা : গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহি বাসের চাপায় অটোরিক্সার একজন যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম। তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মন্তব্য করুন