
		নিজস্ব প্রতিবেদক: এক যুগেরও বেশি সময় ধরে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। কখনও হামলা বা মামলার ভয়ে বাড়ি-ঘর ছাড়া, আবার কখনও কারাগারেই করতে হয়েছিল ঈদ। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুদিন ফিরতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এবার তারা স্বস্তিতে ঈদ উদযাপন করবেন। বিগত বছরগুলোর মতো এবার আর দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকেও ‘এক রুমে বন্দি’ অবস্থায় ঈদ উদযাপন করতে হচ্ছে না।
নির্জন কারাবাস থেকে গৃহবন্দি, দীর্ঘ আট বছর পর এবারই পুরোপুরি মুক্ত হয়ে পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তখন তিনি তিন মাস বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। ওই বছরের ৩১ আগস্ট অনুষ্ঠিত ঈদুল আজহা পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করেন। দীর্ঘ আট বছর পর আবার নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত একটি হাসপাতালে চিকিৎসা চলে তার। বর্তমানে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন