মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৩:০৯ এএম

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় আবহ আর উৎসব মুখরতায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের নামাজের পর কোলাকুলি আর পারস্পরিক কুশল বিনিময়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, রাজনীতিক, বিদেশি মিশনের প্রতিনিধিসহ সব শ্রেণী পেশার হাজারও মানুষ। নামাজ শেষে দেশবাসীকে ঐক্য গড়ে তোলার আহবান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সকালেই ঢাকায় জাতীয় ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের এমন সারি। কেউ সন্তানের হাত ধরে, আবার কেউ বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে হাজির হয়েছেন জাতীয় ঈদগাহে, ভোদাভেদ ভুলে সবাই সামিল হয়েছেন এক কাতারে।

নামাজের নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে ওঠে সুপ্রিম কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা। ঘড়ির কাটা সাড়ে আটটার ঘর ছুতেই মোয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে ঈদ জামায়াতে সামিল হওয়ার আহবান। কাঁধে কাঁধ রেখে, নতুন পোশাকে সমান্তরালে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লীরা।

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা এবং ঢাকায় কর্মরত মুসলিম দেশগুলোর কূটনীতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া হবে।

নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে ব্যক্তি পরিবার সমাজ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

পরে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায়, প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। ভ্রাতৃত্ব আর উৎসবের আবহ ছড়িয়ে পড়ে জাতীয় ঈদগাহে।

গণঅভ্যূত্থানের পর প্রথম ঈদে মানুষের ছিলো বাড়তি আনন্দ উৎসব। সকল ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিদের।

জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫ হাজারের বেশি মুসলি¬ ঈদের নামাজ আদায় করেন। মহিলাদের নামাজ আদায়ের জন্য ছিলো আলাদা ব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান