মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সারাদেশে ঈদ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৫:০৫ এএম

অনলাইন ডেস্ক: ঈদের সকালে মুসল্লিদের অংশগ্রহণে ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। খুলনায় সোমবার সকাল ৮টায় ঈদ-উল-ফিতরের প্রথম এবং প্রধান জামাত খুলনা খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির মহানগর সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তুহিন এ জামাতে অংশ নেয়।

এই দিন সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ২য় জামাত ও সকাল নয়টা খুলনা টাউন জামে মসজিদে ঈদের ৩য় জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ^বিদ্যালয়, কুয়েটসহ নগরীর ৩১টি ওয়ার্ডের মসজিদ ও ঈদগাহে নিজস্ব সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় চার শতাধিক মসজিদ ও ঈদগাহ্-এ ধর্ম প্রান মুসল্লিদের ঢল নামে ঈদ জামাতে।

ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ঈদের জামাতে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এখানে বিএনপির সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দসহ অর্ধলক্ষাধিক মুসল্লী ঈদের জামাতে নামাজ আদায় করেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার দুই হাজার ৪৫০ টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারে সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মওলানা সোলাইমান কাশেমী। প্রধান ও প্রথম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা জজ মুনসী আবদুল মজিদ, পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সহ প্রায় ১৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। পরে মোনাজাতে শামিল হন ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এ ছাড়া শহরের বদর মোকাম, বাহার ছড়া ও বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটায় এবং টেকপাড়া ও বায়তুশ শরফ জামে মসজিসহ জেলা বিভিন্ন উপজেলার ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮ টা ও পৌনে ৯ টায়।

ঝালকাঠিতে সকাল সাড়ে সাতটায় জেলা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ঈদ জামায়াত। জেলার বিভিন্ন মসজিদ ও ময়দান মিলিয়ে দু’শ স্থানে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা শহরের কেন্দ্রিয় ঈদগা ময়দানে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রথম জামায়াতে নামাজ আদায় করেন।

এছাড়াও নাটোর, শরীয়তপুর, বান্দরবান, মাগুরা/, ফরিদপুর পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান