মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীতে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৯:৫৭ এএম

নিজস্ব প্রতিবেদক : লাখো মানুষের জমায়াতে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নামাজের জামাতে রাজধানী ছাড়াও ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে আসা মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এ এক অন্যরকম ঈদের নামাজের জামাত। প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকে দলে দলে মুসল্লিরা জমায়েত হতে থাকেন। কেউ একা, কেউ আবার আসেন পরিবারসহ। ঈদের জামাতে নারীদেরও অংশগ্রহণের সুযোগ থাকায় স্ত্রী-সন্তানসহ এসেছেন অনেকেই। এমনকি রাজধানীর বাইরে দূর দূরান্ত থেকে ঈদের এই নামাজে শামিল হতে দেখা গেছে অগণিত মানুষকে।

সকল ভেদাভেদ ভুলে নারী-পুরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেয় রাজধানীর বৃহত্তর এই ঈদ জামাতে। অংশ নেন সরকারের উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে বিশেষ দোয়ার দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঈদের নামাজে আসা আগত মুসল্লীরা।

ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদের আনন্দে মেতে ওঠেন। এ আনন্দ র‌্যালিতে অংশ নেন সরকারের উপদেষ্টাসহ অসংখ্য মানুষ। গণঅভ্যূত্থানের পর প্রথম ঈদে মানুষের আনন্দটা উচ্ছাসটাও ছিলো বেশি।

ঈদ শোভাযাত্রাটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান