মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদে সড়কে ঝরলো ২২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৫:২৪ এএম

অনলাইন ডেস্ক: ঈদের দিনে দেশে ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ৫, গাজীপুর ২, নওগাঁ ১, বগুড়া ৩, পিরোজপুর ১, মেহেরপুর ৩, ব্রাহ্মণবাড়িয়া ২, কিশোরগঞ্জ ২, মাগুরা ১, যশোর ১ ও ঝিনাইদহে ১। সোমবার (৩১ মার্চ) আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

চট্টগ্রাম

ঈদের দিন সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।

পুলিশ জানায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ছয় জন।

গাজীপুরে

গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। সিএনজি চালক ও আরও ৩ যাত্রী আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহুর্তেই বাসটি পুড়েযায়। পরে ফায়ারসার্ভিসে খবর দিলে ফায়ারসার্ভিস এসে আগুন নিভায়।

নওগাঁ

সকালে নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরও দুই বন্ধু।

বগুড়া

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়। সোমবার দুপুরে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে (২০) মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বগুড়ার শেরপুরে আরেকটি সড়ক দুর্ঘটনায় বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন, শরিফুল ইসলাম (৩২), তার শিশুকন্যা সেজদা (৩)। জানা যায়, উপজেলার মহিপুর জামতলা এলাকায় শরিফুল ইসলাম তার শিশুকন্যা সেজদাকে মোটরসাইকেলে নিয়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস চাপা দেয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে সোমবার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী মিম আক্তার।

মেহেরপুর

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারী চালিত পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাছে এই ঘটনা ঘটে।

নিহতদরা হলেন ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান শোভন (২৯), মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও পাখিভ্যানের যাত্রী শিশু জুবায়ের হোসেন (৮)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিলেন এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটর সাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে একটি পাখিভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, পাখিভ্যান ও মোটরসাইকেলর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে আঘাত লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পথচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত আক্তারুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যায়। আহত ইমরান ও শিশু জুবায়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে নিহত সিএনজি অটোরিক্সা চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৫) এবং লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে আল আমিন (২৭)। দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

মাগুরা

মাগুরা সদর উপজেলার রামনগরে গতির মোটর সাইকেলে ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত হয়েছে। সোমবার ঈদের দিন রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালের নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আখের রস তৈরির মেশিন আলমসাধুর চাপায় আরিফ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যশোরে দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান