
		নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশজুড়ে এখন ঈদের আমেজ। ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা। নেই চিরচেনা যানজট। ফাঁকা ঢাকায় স্বস্তিতে ঈদ উদযাপন করছে নগরবাসী। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে সকালেই বেড়িয়ে পরেছে অনেকে। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় ছিলো। ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে ঈদ আনন্দ মেলা।
এ যেন এক অন্যরকম ঢাকা, নেই দু:সহ যানযট, গাড়ির বিকট হর্ণ, লোকজনের কোলাহল ভিড়ভাট্টা। চারিদিকে অন্যরকম প্রশান্তি। ফাঁকা ঢাকা রাজধানীর বাসীর ঈদ আনন্দকে বাড়িয়ে তুলেছে কয়েকগুন।
ঈদের দিনে নানা ব্যস্ততায় বের হওয়া না হলেও ঈদের পরের দিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়ে পরেছে অনেকেই। রমনা পার্ক, হাতিলরঝিল, নভোথিয়েটারসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় ছিলো। ঈদের আনন্দেকে সবার সাথে উদযাপন করে নিতেই বেড়িয়ে পড়া।
ঈদের দিনগুলো সবচেয়ে বেশি আনন্দে কাটছে শিশুদের। নানা ব্যস্ততায় বাবা মায়ের সাথে বেড় হতে না পারলেও এদিন যেন বাধ ভাঁঙ্গা এক উল্লাস ছিলো তাদের মাঝে। নানা ধরনের খেলাধুলা আর হইহুল্লর করে সময় কাটেছে তাদের।
রাজধানীর শেরে বাংলানগর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ঈদ আনন্দমেলা। সকাল থেকেই জমে উঠেছে মেলা প্রাঙ্গন। সবাই ঘুরে ঘুরে নিজেদের পছন্দের জিনিসগুলো সংগ্রহ করছে। বেচা বিক্রিও ভালো হচ্ছে বলে জানান উদ্যোক্তরা। ঈদের সময়ের মতো এমন স্বস্তির ঢাকাই প্রত্যাশা নগরবাসীর।
মন্তব্য করুন