
		নিজস্ব প্রতিবেদক : একদিন বন্ধের পর মেট্রোরেল চালুতে নগরবাসীর জন্য ঈদ উদযাপনে যোগ হয়েছে নতুন মাত্রা। পরিষ্কার - পরিচ্ছন্ন স্টেশন আর যে কোনো গন্তব্যে দ্রুত- যাত্রা বাড়িয়ে দিয়েছে নগরবাসীর ঈদের আনন্দ। পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করে উচ্ছসিত যাত্রীরা।
মেট্রোরেল শুধু যোগাযোগ সহজই করেনি, বিনোদনের এক উপলক্ষ হিসেবেও আবির্ভূত হয়েছে নগরবাসীর জন্য। বিশেষ করে রাজধানীবাসীর ঈদ আনন্দ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে দ্রুতগতির মেট্রোরেল।
ঈদের দিন বন্ধ থাকলেও, দ্বিতীয় দিনে মেট্রোরেল চলাচল শুরুর পর থেকেই উপচেপড়া ভীড় দেখা যায় মেট্রো স্টেশনগুলোতে। নগরবাসীর বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আধুনিক এই মেট্রো।
ঈদের পরের দিন নগরবাসীর পাশাপাশি ঢাকার আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন মেট্রোরেলে ভ্রমণ করতে। প্রথম মেট্রোতে চড়ে উচ্ছসিত অনেকে।
যানজটের নগরীতে কর্মজীবী মানুষের সহজ বাহনে পরিণত হয়ে এখন বিনোদন হিসেবে মেট্রোরেলে বেছে নিয়েছে নগরবাসী। ঈদের ছুটিতে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারায় খুশি যাত্রীরা।
মেট্রোরেলের চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরে ঈদের ছুটি উপভোগ করছেন নগরের মানুষ। তাই ছুটির এই কয়দিন আরো ভীড় বাড়বে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন