
		নিজস্ব প্রতিবেদক : ঈদের পরদিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি আর যানজটমুক্ত সড়কে স্বাচ্ছন্দ্যে যাত্রার জন্য রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার ঢাকা ছাড়ছেন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। বাসে ময়মনসিংহ’সহ ঢাকার পাশ্ববর্তী জেলার যাত্রী ছিলো বেশি। আন্তঃনগর ট্রেন স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনে ছিল উপচে পড়া ভিড়।
ঈদের পরদিনও এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে ঘরমুখো মানুষকে।
দেরিতে ছুটি পাওয়ায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন বাড়ির পথ ধরেছেন। কেউ আবার লম্বা ছুটি কাটাতে পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ লক্ষ্য করা গেছে।
বিশেষ করে ঢাকার আশেপাশের জেলা ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর কিশোরগঞ্জ জেলায় যাত্রীদের চাপ ছিল বেশি। যানজটমুক্ত স্বাচ্ছন্দ্য যাত্রা করতেই তারা এই ঈদের পরদিন ঢাকা ছাড়ছেন বলে জানান।
অনেকে অভিযোগ করছেন বাস টার্মিনালে পর্যাপ্ত গাড়ি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তবে বাস কর্তৃপক্ষ বলছে, ঈদের পরদিন হলেও পর্যাপ্ত গাড়ি থাকার পাশাপাশি যাত্রীও রয়েছে বেশ।
কমলাপুর রেল স্টেশনেও ছিল ঘরমুখো মানুষের চাপ। আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়।
মন্তব্য করুন