
		নিজস্ব প্রতিবেদক : বুলেটের ক্ষত আর বিক্ষুব্ধ সময়ের দগদগে স্মৃতি নিয়ে হাসপাতালের বিছানায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের অনেকের ঈদ। যাদের কেউ হারিয়েছেন চলার ক্ষমতা, কেউ হারিয়েছেন দৃষ্টি শক্তি। সবাই যখন পরিবারের সঙ্গে ঈদ অনন্দ ভাগাভাগি করছে তখন হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন তারা। শুধু আহতরাই নয়, তাদের পরিবারের ঈদ কাটছে বিষাদে।
স্ত্রী সন্তান আর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যেখানে আনন্দে ঈদ উদযাপনের কথা ছিলো শামিমের। সেখানে হাসপাতালের বিছানায় বিষন্নতায় কাটছে তার দিন। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ পা নিয়ে দীর্ঘ আটমাসেও সুস্থতার মুখ দেখেনি সে।
পায়ের যন্ত্রণা আর পরিবার ও নিজের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দুর্বিষহ কাটছে প্রতিটি দিন। ঈদের দিন তার কাছে বিশেষ কিছু নয়।
সবাই যখন পরিবারের সঙ্গে ঈদ অনন্দ ভাগাভাগি করছে, তখন রাজধানীর পঙ্গু হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে জুলাই আন্দোলনে আহতদের অনেকে। তাদের ঈদের আনন্দ বদলে গেছে বিষাদে।
তবে, সারাদেশে এবারের শান্তিপূর্ন ঈদ উদযাপন দেখে নিজেদের ত্যাগকে স্বার্থক বলে ভাবছেন কোন কোন আহত যোদ্ধা। এর মাঝেই ঈদের অনন্দ খুজে নিচ্ছেন তারা। আগামী বছর হাসপাতাল নয়, সুস্থ হয়ে পরিবারের সাথে ঈদ উদযাপনের স্বপ্ন দেখছেন তারা।
মন্তব্য করুন