মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আগামী চার দিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। ডাক্তার বাসায় উনাকে দেখবেন।

বুধবার (২ এপ্রিল) বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ফলোআপ জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ বুধবার থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আজকে, কালকে, পরশু….আগামী চার দিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। কিছু পরীক্ষা করার জন্য হয়তো উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। চিকিৎসকদের পরামর্শক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ বলেন, ডাক্তার যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন…. কত দ্রুত উনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।

অধ্যাপক জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। মাচ বেটার।

ডাক্তাররা বলেছেন যে- উনাকে একটু হাটাতে পারলে ভালো হয়। না পারলে গাড়ির মধ্যে বসিয়ে ঘুরানোর চেষ্টা করতে। এটাতে উনার মানসিক প্রশান্তির যেমন আসবে, শারীরিক সজীবতাও আসবে। উনাকে গাড়িতে করে ঘোরাতে নিয়ে পার্কে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল। গাড়ি থেকে হুইল চেয়ারে করে ফুলের বাগানের কাছে দিয়ে ঘোরানো হয়েছিল। বাসার বাইরে নিয়ে ঘোরানোর জন্যই এটা করা হয়েছিল।

বর্তমানে বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান