
		রাজবাড়ী সংবাদদাতা: সাত বছরেও শুরু হয়নি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও যানবাহন চালককে।
পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এর ফাইল চালাচালি আর ভূমি অধিগ্রহণের বিলম্বে আটকে আছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট আধুনিকায়নের কাজ। দৌলতদিয়ায় চার কিলোমিটার ও পাটুরিয়ায় দুই কিলোমিটার নদী শাসন ও ফেরিঘাটের আধুনিকায়ন করতে ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্প হাতে নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
নির্দিষ্ট সময় কাজ শুরু না হওয়া ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা। এছাড়া নানা জটিলতায় থমকে আছে আধুনিকায়নের কাজ। প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শামীম খান ।
আর প্রকল্পটি মতামতের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর ঘাট আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ তারিক হাসান ।
মন্তব্য করুন