
		শ্রীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই উইনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি চলাচল করছে হাজারো মানুষ। মগ্ন এই সাঁকোটি যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে।
গাজীপুরের লোহাগাছ ও বাউনি গ্রামের প্রায় চার হাজার মানুষের শ্রীপুর পৌর শহরে যেতে হয় বাউনি বাজার আঞ্চলিক সড়ক দিয়ে। সড়কের পূর্ব বাইদ এলাকার কালভার্টটি গত তিন যুগেরও বেশি সময় আগে ভেঙে যায়।
এরপর স্থানীয়রা জনপ্রতিনিধি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কালভার্টের ব্যবস্থা হয়নি। বাধ্য হয়ে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করেন তারা। বর্তমানে সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহুর্তে সাঁকোটি ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
শিগগিরই নতুন কালভার্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রীপুর পৌর নির্বাহী প্রকৌশলী সাহেদ আখতার। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে এমনটিই প্রত্যশা এলাকাবাসীর।
মন্তব্য করুন