
		নিজস্ব প্রতিবেদক: সৌগত সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় লিখিত ও সম্পাদিত ‘কবি হেমেন্দুবিকাশ চৌধুরী এপার-ওপার বাংলায় বুদ্ধচর্চার খ্যাত ব্যক্তিত্ব ও তাঁর একগুচ্ছ চিঠি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রফেসর ড. সুকোমল বড়ুয়া সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
কবি ও অনুবাদক সাহিত্যিক সম্পদ বড়ুয়া’র সভাপতিত্বে মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া । আর্শীবাদক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ বুদ্ধানন্দ মহাথের। বক্তব্য রাখেন-বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া , সহ-সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া , কবি সুজন বড়ুয়া, প্রফেসর ড. মোকান্মেল এইচ ভূইয়া. জনাব গোলাম কিবরিয়া দিপু, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া , সচিব জয়দত্ত বড়ুয়া , ড. সবুজ বড়ুয়া , নিরোদ বড়ুয়া প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন-চারুলতা সম্পাদক চারু উত্তম বড়ুয়া।
মন্তব্য করুন