
		মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান ‘আলগামন’ উল্টে জুয়েল রানা নামের এক মাছ চাষী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে গাংনী মাছের আড়তে মাছ নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (৩২) গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
জানা গেছে, সকালে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলগামনে মাছ নিয়ে গাংনী মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল রানা। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছালে, আলগামনটির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুয়েল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন আলগামনের চালক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন