
		নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষার স্বার্থে ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। শনিবার (৫ই এপ্রিল) রাজধানীর মাতুয়াইলে ময়লার ভাগাড় এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, শিগগিরই এই ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয়। পরিস্থিতির উন্নয়নে পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধে নির্দেশ দেয়া হবে।
রিজওয়ানা হাসান বলেন, ব্যাটারি পুড়িয়ে কেউ যদি সিসা বের করার চেষ্টা করে পরিবেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এছাড়া, ঢাকার বাতাসের মান উন্নয়নে কমিটি গঠন করার ঘোষণা দেন পরিবেশ উপদেষ্টা।
মন্তব্য করুন