
		অনলাইন ডেস্ক : ঈদ উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সব সরকারি-আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস। এর ফলে রোববার (৬ এপ্রিল) থেকে অফিস সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসলো।
রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এর ফলে রোববার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হবে।
উল্লেখ্য ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর আগে গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে গত ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ কারণে টানা ৯ দিনের ছুটি মেলে।
মন্তব্য করুন