
		চট্টগ্রাম প্রতিবেদক : মরণ ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। অতিরিক্ত বাঁক, নিয়ম না মেনে মহাসড়কে লোকাল যানবাহন চলা এবং লবন বোঝাই ট্রাক চলায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। এদিকে, মহাসড়ক ৬ লেনে উন্নীত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঈদযাত্রায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এর পরই ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
এই মহাসড়কের বেশির ভাগ অংশের প্রশস্ততা ১৮-৩৪ ফুট। সে কারণে দূরপাল্লার গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে না। এছাড়া অতিরিক্ত বাঁক, উপসড়ক থেকে নিয়ম না মেনে মহাসড়কে গাড়ি উঠে আসা এবং ট্রাকে লবণ পরিবহনের কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয়দের।
অন্যতম ব্যস্ত এই মহাসড়ক ৬ লেনে উন্নীত করার পাশাপাশি লবণ পরিবহনে বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম চ্যাপ্টার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স সভাপতি অধ্যাপক রাশিদুল হাসান উদয়
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অসঙ্গতি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম। মহাসড়কের ২১টি স্পট ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মন্তব্য করুন