
		মিরসরাই ও সীতাকুন্ড সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে গরুর মাংসের কেজি এখন একহাজার টাকা ছুঁয়েছে। তবে আশপাশের বাজারে দাম আরও কম। এ নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের জানিয়েছেন তারা।
মিরসরাইয়ের বারইয়ারহাটে গরুর মাংসের বাজারে নৈরাজ্য চলছে। প্রতি কেজি হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকায়। আর হাড় যুক্ত মাংস আট থেকে সাড়ে আটশ টাকায় মিলছে। অন্যান্য বাজারে দাম আরও কম। গরুর মাংসের অতিরিক্ত দামের জন্য অসাধু ব্যবসায়ীদের দায়ি করছে বাজার কমিটি।
অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সচেতন মহলের।
মন্তব্য করুন