
		শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় আল মামুন (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি সেনা সদস্য বলে জানিয়েছে পুলিশ ।
গতকাল শনিবার (৫ই এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আল মামুন বুধবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন এবং শনিবার দুপুরে মোটরসাইকেলে করে শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিলেন। বালারবাজার সড়কের নয়ারাস্তায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন