
		অনলাইন ডেস্ক : ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। এরই মধ্যে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। সড়কে বেড়েছে কর্মচঞ্চল মানুষের পদচারণা। ফলে প্রথম কার্যদিবসে রাজধানীর সড়কগুলো ফিরে পেয়েছে তার চিরচেনা দৃশ্য।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটরসহ বেশ কয়েকটি সড়কে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটি চলাকালীন রাস্তায় গণপরিবহন কম থাকলেও প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান প্রধান সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে সড়কে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচেপড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই গাড়ির চাপ বাড়তে শুরু করে ।
দেখা গেছে, কর্মব্যন্ত মনুষ সকাল থেকেই এসে ভিড় করতে শুরু করেন বাসস্ট্যান্ডগুলোতে। সব বাসেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বাসে তিল ধারণের ঠাঁই ছিল না। সেই সঙ্গে সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল বেশ ভালোই।
এদিকে অফিস-আদালত শুরু হওয়ায় দীর্ঘ ছুটি শেষে যানবাহনে যাত্রীর পূর্ণতায় খুশিভাব প্রকাশ করছেন পরিবহন শ্রমিকরা।
মন্তব্য করুন