মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি রপ্তানিতে প্রভাব ফেলবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ এএম

ফাহিম মোনায়েম: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে বিষয়টি পর্যালোচনা করছে। অর্থ উপদেষ্টা জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন এই শুল্কনীতিতে রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। এ নিয়ে বেশি চিন্তিত না হওয়ার পরামর্শ তার। সংকট সমাধানে অর্ন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে ব্যবসায়ীদের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে। চিন্তার ভাজ পড়েছে দেশের ব্যবসায়ীদের মধ্যে। করণীয় নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে বাণিজ্য বৃদ্ধি এবং শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি কথা বলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা।

নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে দেশের পোশাক শিল্পে। সমস্যা সমাধানে অর্ন্তবর্তী সরকারের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান ব্যবসায়িরা।

যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসাসামগ্রী আমদানিতে ৫০ শতাংশ শুল্কছাড়ের প্রস্তাব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ। যেসব পণ্যে ইতিমধ্যে শুল্ক নেই, সেসব পণ্য বিনা শুল্কে আমদানি করার নীতি অব্যাহত রাখারও চিন্তাও রয়েছে সরকারের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান