
		ভোলা সংবাদদাতা : সংস্কারের অভাবে জৌলুস হারাতে বসেছে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। ভেঙ্গে যাচ্ছে টার্মিনালের প্রাচীর ওয়াল, রয়েছে বিভিন্ন অব্যবস্থাপনা। ফলে টার্মিনালটি এখন যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বাস টার্মিনালের সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছের সংশ্লিষ্টরা।
ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে জেলার ৫টি রুটে প্রতিদিন প্রায় ৯০ টি বাস চলাচল করে। প্রতিদিন এখান থেকে প্রায় ৩০ হাজার যাত্রী যাতায়াত করলেও নেই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট। অনান্য সুযোগ সুবিধাও অপর্যাপ্ত।
টার্মিনালটি নির্মাণের ৩৭ বছরেও তেমন কোন সংস্কার কাজ না হওয়ায় এটি এখন অনেকটাই ব্যবহার অনুপযোগী। ভবন ও ফ্লোর ভেঙ্গে সৃষ্টি হয়েছে খানা-খন্দের। ভেঙ্গে গেছে চারপাশে নিরাপত্তা দেয়াল। ফলে চুরির আতঙ্কে থাকতে হচ্ছে বাস মালিক ও শ্রমিকদের।
জেলা বাস মালিক সমিতি জানিয়েছে, বিকল্প বাস স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে এটি ব্যবহার করা হচ্ছে। প্রতিবছরই ভোলা পৌরসভা থেকে ইজারা নিলেও কোন সংস্কার কাজ করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বাস টার্মিনালের সড়ক ব্যবস্থা, ড্রেন ও সড়ক বাতির উন্নয়নে একটি ছোট প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। পরবর্তীতে বাসস্ট্যান্ডটি আধুনিক করা হবে।
১৯৮৮ সালে নির্মাণ করা হয় ভোলা বাস টার্মিনাল। ১৯৯৬ সালে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়।
মন্তব্য করুন