
		নিজস্ব প্রতিবেদন: প্রধান উপদেষ্টার তিন শুণ্যের বিশ্ব গড়তে ডেসটিনি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন। আজ সোমবার (৭ই এপ্রিল)রাজধানীর বিজয় নগরে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচনে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এজন্য সরকারের সহায়তাও কামনা করেছেন মোহাম্মদ রফিকুল আমীন। এর আগে আগামী তিন বছরের জন্য ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ১২ সদস্যর কমিটি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দী থাকায় ১২টি পদের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এতে উৎসবের আমেজে নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হন মাল্টিপারপাসের সদস্যরা। প্রসঙ্গত, সাড়ে আট লাখের বেশি সদস্য নিয়ে গঠিত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এর অধীনে পরিচালিত হচ্ছে ২৩ টি কোম্পানি। এদিন রাজধানীর বিজয়নগরের সাহারা সেন্টারে অনুষ্ঠিত হলো ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের তিন বছর মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচন। পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল আলম এবং সাধারণ সম্পাদক আজম আলী। সদস্যদের সাথে নিয়ে মাল্টিপারপাসকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানান সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা।আয়োজনে উপস্থিত ছিলেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ডক্টর মুহাম্মদ ইউনুস এর অন্যতম অঙ্গীকার। সে লক্ষ পূরণে কাজ করছে ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সমবায় সমিতি থেকে গ্রাহকদের বিনা সুদে লোন দেয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার(৭ই এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিবেন ননির্বাচিত কমিটি।
মন্তব্য করুন