
		চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র ভুমিতে চাষ হচ্ছে সূর্যমুখী। কৃষি বিভাগ বলছে, সেচ কম লাগে, ধান-গমের তুলনায় লাভজনক হওয়ায় তেল জাতীয় এ ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র ভুমিতে পর পর কয়েকটা মাঠে দোল খাচ্ছে সূর্যমুখী। নাচোল উপজেলার দেওপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমানের চেষ্টা ও পরিশ্রমে চোখ জুড়ানো এমন ক্যানভাস। যা এরই মধ্যে নজর কেড়েছে অনেকের, অনেকেই আসছেন, সূর্যমুখীর মাঠে ছবি তুলছেন।
শুধুই যে দর্শক আকর্ষনীয় স্থানে পরিনত হয়েছে হাবিবুরের সূর্যমুখীর মাঠ, এমনটা নয়। এরমধ্য দিয়ে বরেন্দ্র ভুমিতে শস্য বৈচিত্রে এসেছে নতুন সম্ভাবনা। অনেকটা পরিক্ষামূলকভাবে ১০ কাঠা জমিতে কয়েক বছর আগে সূর্যমুখীর চাষ করেছিলেন হাবিবুর রহমান লাভজনক হওয়ায় বাড়িয়েছেন চাষের পরিমান।
কৃষি বিভাগও চায়, বরেন্দ্র ভূমিতে সেচ সংকটের কথা মাথায় রেখে, তেল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ সম্প্রসারনে। কৃষকদের বীজসহ সবধরনের সহযোগিতার আশ্বাস এ কর্মকর্তার।
সার, কীটনাশক, সেচ সবই, ধান-গম চাষের চেয়ে কম লাগে, লাভজনক হওয়ায় অনান্য কৃষকরাও আগ্রহী এ সূর্যমুখী চাষে।
মন্তব্য করুন