
		মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। অতিরিক্ত ফলনের কারণে দাম কমে কেজি প্রতি পাইকারী বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকায়। এতে টমেটো তোলা ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ ওঠাতে পারছেনা কৃষকরা। ফলে মাঠেই নষ্ট হচ্ছে ফসল। বাড়তি ফসল রক্ষার্থে তাই হিমাগার স্থাপনের দাবি ভুক্তভোগীদের।
মৌলভীবাজারের আদমপুর ও মাধবপুরে টমেটোর ফলন হয় বেশি। যার বেশিরভাগই চাষ করেন মনিপুরি অধিবাসীরা। মনিপুরিদের এই টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় এর জনপ্রিয়তাও বেশ। ফলে বিগত কয়েক বছরে চাষীর সংখ্যা বেড়েছে কয়েকগুন। এতে উৎপাদনও বেড়েছে।
কিন্তু ফলন বেশি হওয়ায় দামও কমে গেছে। এতে টমেটো উৎপাদন ও বাজারজাতের খরচই উঠাতে পারছেনা কৃষকরা। তাই এখন অনেকেই আর টমেটো ক্ষেত থেকে তুলছেন না। ফলে মাঠেই নষ্ট হচ্ছে টমেটো।
এই অবস্থায় জেলার কমলগঞ্জে হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন কৃষকরা।
কৃষি বিভাগ জানায়, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হয়েছে। তাই দাম কমে গেছে।
মন্তব্য করুন