
		গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার ফুলছড়িতে রুহুল আমিন নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একই এলাকার প্রতিপক্ষ আনিছুর রহমান ও এনামুল মিয়াসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে রুহুল আমিনকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
গতকাল রোববার (৬ই এপ্রিল) বিকেলে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত্যু আব্দুর রহিমের ছেলে। তিনি একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে নয়াপাড়া গ্রামের আনিছুর রহমান ও এনামুল মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে রুহুল আমিনের বিরোধ চলে আসছিলো। এরেই জেরে রোববার বিকেলে বাড়ির সামনে রুহুল আমিনের সঙ্গে আনিছুর রহমানের ঝগড়া হয়। এক পর্যায়ে এনামুল তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রুহুল আমিনের মাথা ও শরীরে আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রুহুল আমিনের।
এদিকে, এ ঘটনার পরে অভিযুক্ত আনিছুর রহমান ও এনামুলের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নিহতের স্বজনরা।
মন্তব্য করুন