
		অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে আহত আশিকুর রহমান হৃদয়ের বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আশিকুর রহমান হৃদয়ের পরিবারের পুর্নবাসন এবং অন্যান্য আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এসময় মানববন্ধন কর্মসূচি থেকে উপস্থিত নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারকে সমস্ত ক্ষতিপুরণসহ তার পরিবারকে ত্রিশ লক্ষ টাকা অনুদান প্রদান করার দাবি জানায়।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এ এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে ও জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ঢাকাস্থ বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ার হোসেন টিপু, উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি, মানবাধিকার নেতা রেজাউল কবির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের পর মৃত্যুবরণ করেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আশিকুর রহমান হৃদয়।
মন্তব্য করুন