
		কুষ্টিয়া সংবাদদাতা: বিকল পাম্প, খাল ভরাট ও দখলসহ নানা অস্তিত্ব সংকটে দেশের বৃহত্তম ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প। এই প্রকল্প থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলার হাজার হাজার কৃষক। তবে কর্তৃপক্ষ বলছেন খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউজ নির্মাণে নেওয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প।
ষাটের দশকে দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলায় প্রায় ১ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করা হতো। বর্তমানে এই প্রকল্পের ৩ টি পাম্পের মধ্যে দুটি পাম্প বিকল হয়ে পড়ে আছে।
ভরাটের পাশাপশি অনেক খালই দখল হয়ে গেছে। পর্যাপ্ত পানি সরবারহ না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে ৪ জেলার হাজার হাজার কৃষক। বেশির ভাগ মাঠেই ডিজেলে চালিত স্যালো মেশিন দিয়ে সেচের পানির চাহিদা পুরণ করছেন তারা। ভেড়ামারা পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাম্প দুটি সংস্কার না হওয়ায় সচল একটি পাম্প দিয়েই কোন রকম চলছে সেচ কার্যক্রম।
তবে এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউজ নির্মাণে নেওয়া হচ্ছে ১ হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প। দখলদারদের উচ্ছেদ করতেও প্রস্তুত করা হচ্ছে তালিকা। জিকে প্রকল্প আধুনিকায়ন ও দখলদার উচ্ছেদ করা হলেই খরা প্রবণ ৪ জেলার কৃষকরা পানি পাবে সারা বছর, বাড়বে ফসলের উৎপাদন, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন