
		মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে একই ক্ষেতে অন্য ফসলের সাথে আখের চাষ। জমিতে একসাথে আখের পাশাপাশি কয়েকটি ফসল উৎপাদন হওয়ায় লাভবান হচ্ছেন চাষীরা। বাজারে আখের চাহিদা থাকায় ও ভালো দাম পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। আখ চাষে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান, কৃষি বিভাগের কর্মকর্তারা।
অনুকূল আবহাওয়া আর রোগ বালাইয়ের প্রাদুর্ভাব কম থাকায় মাদারীপুরে এবার আখের ফলন ভালো হয়েছে। বাজারে আখের চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যাচ্ছে। প্রতি বিঘা জমিতে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা ব্যয় করে কৃষকরা আয় করছেন দেড় থেকে দুই লাখ টাকা। লাভ বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে আখ চাষ।
পাশাপাশি একই জমিতে একাধিক ফসল চাষ করে অধিক লাভবান হওয়ায় দিন দিন জেলায় বাড়ছে আখ ক্ষেতে সাথী ফসলের চাষ। দ্বিগুণ লাভ পাওয়ায় খুশি কৃষকরাও। আখ ও সাথী ফসল চাষে কৃষকদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞান দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ্র। জেলায় চলতি বছর ৪৬৭ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে।
মন্তব্য করুন