মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ এএম

বিউটি সমাদ্দার: সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় বিশ লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য চৌদ্দটি নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই জানিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের কোন ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছন।

অনুজ রহমান তনয়। মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। তাই শেষ সময়ের প্রয়োজনীয় পড়াটুকু চোখ বুলিয়ে নিচ্ছেন। আত্ম বিশ্বাস নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে চায় তনয়।

বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে বৃহস্পতিবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চলতি বছর সবকটি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। পরীক্ষা যাতে নিবিঘ্নে সম্পন্ন হয় সেজন্য এরই মধ্যে শিক্ষা বোর্ড ১৪টি নির্দেশনা দিয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশে পাশে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হলে তা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

অন্যন্য বছরের চেয়ে এবার নির্দেশাগুলো বেশি করে তদারকি করা হবে। শিক্ষার্থী এবং অভিভাবকদের গুজব নিয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১৫ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান