
		অনলাইন ডেস্ক: দেশের পাঁচ অঞ্চলসহ বিভিন্ন স্থানে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কিছুটা কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানিয়ে বলেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে হাল্কা বৃষ্টি হতে পারে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে ।
তিনি আরও জানান, পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আগামী ১২ ঘণ্টার মধ্য বঙ্গোপসাগরে অবস্থান নেয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ ও ১৪ তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়বে আর ১৮ ও ১৯ তারিখে তা বাড়তে পারে পারে বলেও জানান তিনি।
মন্তব্য করুন