মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে আতঙ্কের নাম মনির পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ এএম

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া দুই ভাই বড় ও ছোট মনির। রাজনৈতিক ছত্রছায়ায় জেলায় মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন তারা। অত্যাচার, দখল, দুর্নীতি আর অনিয়মে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। নির্যাতন থেকে বাদ যায়নি ভিন্নমতের নেতাকর্মীরাও।

তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগও আছে। ছোট মনির দুইবার এমপি হন শ্বশুর শাজাহান খানের প্রভাবে।

টাঙ্গাইলের রাজনীতিতে ‘উড়ে এসে জুড়ে বসেন’ দুই ভাই গোলাম কিবরিয়া ও তানভীর হাসান। তারা বড় মনির ও ছোট মনির নামে পরিচিত। ছিলেন জার্মানিতে, ২০১৩ সালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফরুক আহমেদ হত্যার পর দেশে ফিরে টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনীতির মাঠ দখলে নেন।

ছোট মনির জেলা আওয়ামী লীগের পদ পান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তেলেসমাতিতে। শ্বশুর শাজাহান খানের আশির্বাদে ভুয়াপুর ও গোপালপুর আসনে একাদশ ও দ্বাদশ সংসদের এমপি হন। আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ঘনিষ্টতার সুবাদে অঘোষিত সম্রাট বনে যান দুই ভাই।

সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা জেলায় টেন্ডার, চাঁদাবাজি, বদলি বাণিজ্য, পরিবহন খাতে চাঁদাবাজি ও মাদক ব্যবসা সবকিছুর একচেটিয়া নিয়ন্ত্রণ নেন। ভোট কেন্দ্র দখল, নারী কেলেঙ্কারি এবং প্রতিপক্ষ দমনে পটু বড় মনির। ধর্ষণ মামলায় খেটেছেন জেলও। হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া দুই ভাইয়ের নির্যাতন থেকে রেহাই পায়নি বিরোধী মতের নেতাকর্মীরাও।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে বড় মনির জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হন, বলে জানান পরিবহন মালিকরা।

স্থানীয়দের অভিযোগ, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অর্জন করেছেন দুই ভাই। একাদশ ও দ্বাদশ নির্বাচনের হলফনামায় উল্লেখিত সম্পদের চেয়ে ছোট মনিরের সম্পদ অনেক বেশি। এছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বড় মনির ও ছোট মনিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের।

ছাত্র-জনতার আন্দোলন নির্মূলেও ভূমিকা রেখেছিলেন আলোচিত এই দুই ভাই। তবে ৫ আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান