
		মাগুরা সংবাদাতা : মাগুরায় বাংলা বছরের ১৪৩১ সালের বিদায় উপলক্ষে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পুরাতন বছরকে বিদায় জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মাগুরার বাটিকাডাঙ্গা, আড়াইশত, লক্ষীপুর, আলীধানী, শিবরামপুর, বাখেরা, ধনপাড়া নিজনান্দুয়ালী প্রভৃতি স্থানে চৈত্র পূজা অনুষ্ঠিত। আজ (শনিবার) সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় পূজা অনুষ্ঠিত হবে।
নানা রুপে সেজে অনেকে শহরে আসেন। বিভিন্ন মন্দিরে শত শত ভক্তবৃন্দের আগমন ঘটে। ১ লা বৈশাখ নতুন বছরের ১৪৩২ সালের প্রথম দিনে দোকানে দোকানে অনুষ্ঠিত হবে হালখাতা।
মাগুরায় পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩২ উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। পাল পাড়ায় শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তৈরী হচ্ছে নানা ধরনের খেলনা বৈশাখী মেলায় বিক্রির জন্য। বিভিন্ন দোকানে বৈশাখী কাপড় বিক্রি হচ্ছে।
জানাগেছে, নববর্ষ উদযাপনের পহেলা বৈশাখ বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা বসে। মেলায় নানা ধরনের মাটির সামগ্রী বিক্রি করেন মৃৎ শিল্পীরা। সেগুলি তৈরী হচ্ছে মাগুরার বিভিন্ন গ্রামে। তালে হাত পাখা তৈরী হচ্ছে। অনুণ্ঠিত হবে হালখাতা।
মন্তব্য করুন