
		নারায়ণগঞ্জ সংবাদদাতা: বাংলা নতুন বছরকে বরণ করতে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফ আর বিশাল আকৃতির কাঠামো। পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি।
এই চিত্র নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসের। শিক্ষার্থীরাই বানাচ্ছেন রাজা-রানীর বিশাল মুখোশ,পেঁচা, জাতীয় পশু বাঘ, ইলিশ মাছ, পাখি ও ফুলের রঙিন অবয়ব। এসব কাজে ব্যবহার হচ্ছে বাঁশ-কাঠ এবং কাগজ। বর্ষবরণে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও।
এবারে ঘোড়া ও গ্রাম বাংলার নব্বই দশকের টমটম গাড়ির থিম দিয়ে তৈরী করা হচ্ছে নানা চারু শিল্পের কাজ। শিক্ষার্থীরা জানান, প্রতিবছরের মত এবারও পহেলা বৈশাখে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে।
এবারের বৈশাখীর আনন্দ শোভাযাত্রা ও উদযাপনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িক চিন্তার অবসান ঘটবে বলে মনে করেন ইনস্টিটিউটের প্রভাষক শাওন সাহা সনেট
মন্তব্য করুন