
		নড়াইল সংবাদদাতা: দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নড়াইলের মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র। এতে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি। ফলে মিঠা পানির মাছের রেণু অন্য জেলা থেকে আনতে হচ্ছে খামারীদের। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানালেন, পানিতে অতিরিক্ত আয়রন এবং জনবল সংকটে কেন্দ্রটি চালু করা যাচ্ছে না।
নড়াইল-যশোর মহাসড়কের পাশে আশির দশকে প্রায় ১০ একর জমিতে নির্মাণ করা হয় এই মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রথম দিকে সেখানে রুই, কাতল, মৃগেল মাছের রেনু পোনা উৎপাদন করা হতো।
তবে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির আটটি পুকুর খনন না করা এবং লোকবল সংকটে থুবড়ে পড়েছে। মৎস্য চাষিরা জানান, রেনুপোনা সংগ্রহ করতে খামারীদের যশোর, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় যেতে হয়।
প্রজনন কেন্দ্রটির কর্মচারীরা জানালেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।
জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান জানালেন, পানিতে অতিমাত্রায় আয়রন থাকায় রেণু উৎপাদন করা যাচ্ছে না।
প্রজনন কেন্দ্রটি চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন খামারিরা।
মন্তব্য করুন