
		বরিশাল সংবাদদাতা: পাঁচ বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় বরিশালের দৃষ্টি প্রতিবন্ধী শিশু হোস্টেল। আড়াই কোটি টাকায় নির্মিত হোস্টেল দুটির আসবাব’সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, লোকবল নিয়োগ হলে শিগগিরই চালু হবে প্রতিষ্ঠানটি।
বরিশালের বাবুগঞ্জে ২০১৮ সালে সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের নামে প্রতিষ্ঠিত স্কুল এবং বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল নির্মাণ করা হয়। আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি হোস্টেলে ৪০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। ২০২০ সালে ভবন দুটি সমাজ কল্যাণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
নির্মাণের পাঁচ বছরেও দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলগুলো চালু করা যায়নি।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম.আখতারুজ্জামান মামুন জানালেন, হোস্টেলগুলো চালুর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
হোস্টেলগুলো দ্রুত চালু করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন