
		নারায়ণগঞ্জ সংবাদদাতা: সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তার চার সহযোগির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (১৩ই এপ্রিল) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এদের মধ্যে আসমতউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিশেষ পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গেল ১৭ই মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা। গ্রেফতার হওয়া আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন