
		নিজস্ব প্রতিবেদক: বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখের ‘আনন্দ শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি শাহবাগ টিএসসি দোয়েল চত্বর ঘুরে আবারো চারুকলার সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন এবারে শুধু বাঙ্গালী নয় বাংলাদেশের মানুষের জন্য এই শোভাযাত্রা।
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে উচ্ছাস আর প্রাণের আবেগে রঙবেরঙের পোশাকে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেতে উঠে উঠে সব বয়সের মানুষ।
এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সকাল ৯টায় চারুকলা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতিসত্তার মানুষ।
শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির আবহে দেশের প্রত্যান্ত অঞ্চলের নানা জাতি গোষ্ঠির ঐতিহ্য তুলে ধরা হয়। পোশাাকের বৈচিত্র্যে ঢাক ঢোলের তালে নেচে গেয়ে মেতে উঠেন নানা জাতের নানা ধর্মের মানুষ।
এবারের শোভাযাত্রায় স্বৈরাচারের মুখাকৃতি, ৩৬ জুলাই সহ গণঅভূত্থোনের নানা চিত্র তুলে ধরা হয়। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, বাংলাদেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য– সবকিছুর মিশ্রণ রয়েছে। কোন চাপিয়ে দেয়া অপসংস্কৃতি স্থান পাবে না বলে জানান তিনি।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবারো চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন