মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজশাহীতে ২ হাজার কোটি টাকার আম বাণিজ্যের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০১ এএম

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে চলতি মৌসুমে দুই হাজার কোটি টাকার আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর রেকর্ড পরিমাণ আম বাণিজ্যের আশা তাদের। আম চাষীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় আমের ফলন বেশি হলেও পানির সল্পতার কারণে আম গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। বৃষ্টি হলে কিছুটা পরিত্রাণ মিলবে বলে আশা তাদের।

রাজশাহীর বাগানগুলোতে ডালে ডালে ঝুলছে অসংখ্য গুটি আম। গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রাও ৩০ মেট্রিক টন বেশি। কৃষি কর্মকর্তা ও কৃষি বিপণন কর্মকর্তার দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রায় ২ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে রাজশাহীর আমের বাজারে।

তবে, আমের উৎপাদন বাড়লেও, গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। আম চাষীরা বলছেন, কীটনাশক স্প্রে করার পরও সুফল মিলছে না।

ফলন ভালো পেতে পর্যাপ্ত পরিমাণে সেচ, কীটনাশক প্রয়োগ, গাছে পানি স্প্রে ও মালচিং করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে পবা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম।

এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা বেগম।

এদিকে কৃষকদের নায্যমূল্য প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা মো. সানোয়ার হোসেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ২০২৩-২৪ অর্থ বছরে আমের আবাদ হয় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয় দুই লাখ ৩৩ হাজার ৪৪৮ মেট্রিক টন। চলতি মৌসুমে একই পরিমাণ জমিতে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার তিন মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান